ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল ও জলাশয় রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল ও জলাশয় রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত

নদী-হাওড়, খাল-বিল ও জলাশয় রক্ষার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে পরিবেশবিদরা কিশোরগঞ্জের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেন। এছাড়া, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, বালু উত্তোলনের নিয়মিত মনিটরিং এবং অবৈধ দখল উচ্ছেদের দাবি তোলা হয়।

শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দাসহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, "নদী, খাল-বিলসহ আন্তঃসীমান্ত নদীগুলোর প্রবাহ ঠিক রাখতে খনন কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জরিপ শুরু হয়েছে এবং প্রকৃতি বিবেচনায় নদী পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে।"

গণশুনানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত