ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে জেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

দিনাজপুরে জেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৮ম ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কাউন্সিলে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা এডহক কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সংশ্লিষ্ট ৮টি উপজেলার এডহক কমিটির সহযোগিতায় ৮ম ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাহারোল উপজেলার সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু সাঈদ কমিশনার পদে এবং দিনাজপুর জুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আকরাম হোসেন (বাবলু) সম্পাদক পদে নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মশিহুর রহমান, এএলটি প্রতিনিধি সুভাষ চন্দ্র অধিকারী ও পিটিএল তিস্তা মুক্ত স্কাউটস গ্রুপের মো. আবু রায়হান শেখ।

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার ৮ম ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর সহকারী পরিচালক মো. সৈকত হোসেন প্রমুখ।

স্কাউট,কাউন্সিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত