ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জের মদনখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

পীরগঞ্জের মদনখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের অংশ হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উক্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শাজাহান আলী নির্বাচিত হয়েছেন।

রোববার দিবাগত রাতে কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্যসচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান সেলিম। আরও বক্তব্য রাখেন চতরা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নুরুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজার রহমান মিলু প্রমুখ।

জাঁকজমক পূর্ণ এই সম্মেলনে মদনখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০ কাউন্সিলর সহ সাত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনে সাইফুল ইসলাম তার বক্তব্যে বিগত আ’লীগ সরকারের বিভিন্ন জুলুম ও নির্যাতনের বর্ণনা দিয়ে আ’লীগের বিরুদ্ধে সজাগ ও একতাবদ্ধ থাকার জন্য বিএনপি ও সহযোগী দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান ।

বিএনপি,সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত