দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সরোয়ার আহমেদ জয় সহিলাটি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। তিনি তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় তাড়াইল থানা পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এএসআই ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই বিপ্লবের পর তাড়াইল কলেজের বৈষম্য বিরোধী ছাত্রগণ দ্বারা অঙ্কিত দেওয়াল চিত্র বিকৃতি করে ‘‘জয় বাংলা’’ লিখনের মূলহোতা ছিল সে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের অভিযানের অংশ হিসেবে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।