দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নার্সারির পাশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি অধিদপ্তরের এসএপিপিও সীমান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের ১০টি স্টল পরিদর্শন করেন। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।