নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাসান নামে যুবকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ধর্ষিত ওই তরুণী সোনারগাঁও থানায় মামলা করলে অভিযুক্ত যুবক হাসান গা ঢাকা দেয়। রোববার রাতে প্রযুক্তির মাধ্যমে র্র্যাব-১১ তার অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোপর্দ করে।
এর আগে সোনারগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করলেও থানার ওসি এম এ বারী হাসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার না দেখিয়ে ১৫১ ধারায় আদালতে পাঠান। এ কারণে একই দিন বিকেলে এ আসামি জামিনে বের হয়ে বাড়ি ফিরে বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে ওই ভুক্তভোগী তরুণী পরে র্র্যাবের কাছে লিখিত অভিযোগ করলে তারা তদন্ত করে ঢাকা থেকে পলাতক অবস্থায় আসামিকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ জানান, ধর্ষণ মামলার আসামি হাসান প্রায় এক মাস ধরে পলাতক ছিল। রোববার রাতে র্র্যাব তাকে ঢাকা থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোপর্দ করলে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।