ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কারাগারে অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রতিবাদ

কারাগারে অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপারের নেতৃত্বে একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। ফলে তারা কারাগারে সিট বাণিজ্যের পাশাপাশি বন্দিদের স্বজনরা দেখা করতে গেলে টাকা দাবি করা হচ্ছে। যারা টাকা দিতে পারছেন তাদের সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। তা না হলে আগামীতে তারা আরও কর্মসূচি দিয়ে মাঠে থাকবেন।

চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস বলেন, গত কয়েকদিন আগে কারাগারে আমার ভাইকে দেখতে আসলে টাকা চাওয়া হয়। যারা টাকা চেয়েছিলেন তারা হলেন কারাগারে কর্মরত শরিফুল ও আকবর। আমার থেকে ১৫০০ টাকা নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করাতে দিতে রাজি হন তারা। টাকাগুলো জমা দেয়ার সময় আমি ভিডিও করেছিলাম। পরে টাকাগুলো ফেরত দিয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দেয় শরিফুল ইসলাম।

প্রতিবাদ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক নূরে আশিক তানভির, যুগ্ম সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ পারভেজ, সদস্য পারভেজ, নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদসহ অন্যরা।

অভিযোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. শরিফুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলা হয়েছে সেগুলো ভিত্তিহীন। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমরা কেউই জড়িত নই।

কারাগার,দুর্নীতি,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত