মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাত্র আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু মিয়াকে অভিযুক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত হিটু মিয়ার শাস্তির দাবিতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা।
পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে একা পেয়ে তার বোনের শ্বশুর হিটু মিয়া পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।