ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তেলবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

তেলবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী ট্যাংকলড়ির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে দশটায় উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে শিমুল।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনের দ্রুত গতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মতিউর জানান, তারা তিনজন মিলে মোটরসাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্যাংকলড়ির জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন। তবে, এলাকাবাসী গাড়ি এখন পর্যন্ত তাদের হাতে রেখেছেন আমাদের বুঝিয়ে দেয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্রাক,মোটরসাইকেল,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত