ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত উদ্ধার, আটক ৩

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় অভিযান চালানো হয়।

আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেমের ছেলে হেলাল উদ্দিন (৪৬), একই এলাকার নাজির হোসেনের ছেলে আলতাস (৪৫) ও ইকরামের ছেলে মুজিব (৪২)।

উদ্ধার হওয়া আরিফুল ইসলাম শুভ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে নৌবাহিনী ও পুলিশের যৌথদল টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। অপহৃত ব্যক্তিকে জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবর পেয়ে অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে হেলাল উদ্দিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এরপর তার বাসা থেকে অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করা হয়।

গিয়াস উদ্দিন জানান, পরে হেলাল উদ্দিনের বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা চারটি দেশীয় বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অপহৃত ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে টেকনাফের বাসিন্দা মজিবের কাছে আসেন কাজের সন্ধানে। তবে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

যৌথ অভিযান,অপহৃত উদ্ধার,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত