ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ শিশু-কিশোর

৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৮ শিশু-কিশোর

রংপুর নগরীর এরশাদনগর জামে মসজিদে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৮ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে নর্দান লাইটস নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান লাইটসের চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ, ভাইস চেয়ারম্যান রোজাফ কবির, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ মিটু, মসজিদের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা।

জানা গেছে, মসজিদে জামায়াতে নামাজ আদায়ের প্রতিযোগিতায় ৯৮ জন শিশু ও কিশোর অংশ নেয়। তবে শেষ পর্যন্ত ৮ জন নিয়মিতভাবে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে সক্ষম হয়।

বাইসাইকেল পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন বলেন, "আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছি এবং বাইসাইকেল উপহার পেয়ে খুব খুশি।"

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাঁধন হোসেন বলেন, "এটা শুধু একটা উপহার নয়, বরং আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি সবসময় জামায়াতে নামাজ পড়ার চেষ্টা করব।"

নর্দান লাইটসের চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ বলেন, "শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আমাদের এই উদ্যোগ। এটি নিয়মিত আয়োজন করা হবে, যাতে মসজিদে মুসল্লিদের উপস্থিতি বাড়ে।"

এরশাদনগর জামে মসজিদের খতিব মুফতি মো. সুজাত হোসাইন বলেন, "শৈশব থেকেই জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এতে ভবিষ্যতে তারা নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলতে অনুপ্রাণিত হবে।"

উপহার,বাইসাইকেল,ওয়াক্ত,নামাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত