সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হয়ে দুইটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোতিথা গ্রামের কৃতি সন্তান অয়ন্ত বালা মাহাতো।
তার এই অর্জনে এলাকায় বইছে আনন্দের জোয়ার, পরিবার ও স্থানীয়রা উদযাপন করছেন উৎসবের আমেজে।
জানা গেছে, অয়ন্ত বালা মাহাতো সিরাজগঞ্জের এক দিনমজুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা মনিলাল মাহাতো ও মা শেফালী মাহাতো অন্যের জমিতে দিনমজুরির কাজ করে সংসার চালান। তিন ভাইবোনের মধ্যে অয়ন্ত সবার ছোট। তার ফুটবলের হাতেখড়ি প্রশিক্ষক নিহার রঞ্জন সরকারের একাডেমিতে, যেখানে ফিরে আসার পর একাডেমির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রথমবারের মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নিয়ে অয়ন্ত বালা মাহাতো বলেন, "আমি জাতীয় দলের হয়ে প্রথমবার বিদেশে খেলতে গিয়েছি, যা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমাদের প্রতিপক্ষরা অনেক বেশি অভিজ্ঞ, লম্বা ও স্বাস্থ্যবান ছিল। তবে আমরা চেষ্টা করেছি এবং আগামীতে আরও ভালো করতে পারবো ইনশাআল্লাহ।"
অয়ন্তের সাফল্যে তার গ্রামের মানুষও দারুণ উচ্ছ্বসিত। এলাকাবাসী বলেন, "আমরা গর্বিত যে আমাদের রায়গঞ্জের মেয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেছে। আমরা আশা করি, অয়ন্ত ভবিষ্যতে আরও ভালো খেলবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।"