ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিঠু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ইসরাইল, ছাত্র নেতা আব্দুল্লাল আল রুমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

গণহত্যা দিবস,স্বাধীনতা দিবস,প্রস্তুতিমূলক সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত