দেশব্যাপী নারীদের ওপর নির্যাতন, নিপীড়ন , ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় সোনারগাঁ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা দেওয়ার জোরদার দাবি জানান।
বক্তব্যে বক্তারা বলেন, ২৪ এর নতুন দেশে আমরা শান্তি শৃঙ্খলার প্রত্যাশা করি। অথচ আমাদের মা-বোনরা রাস্তাঘাটে অনিরাপদ। তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে নরপিশাচরা। আমরা প্রত্যেকটা ধর্ষণের যথাযথ বিচার চাই। বর্তমানে শিশুরাও নিরাপদ নেই, বগুড়ার ৮ বছর বয়সী ছোট্ট বাচ্চাকে অমানবিকভাবে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অপরাধীদের অতি দ্রুত ফাঁসি দিতে হবে।
তারা আরও বলেন, ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। যেখানে সেখানে মব ঘটছে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ পৌরসভা ও সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।