ধর্ষণ, খুন এবং নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে শহরের হাসান আলী মাঠ প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
দুপুরে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিতরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, যেমন “ধর্ষকের শাস্তি ফাঁসি চাই”, “নারীর নিরাপত্তা নিশ্চিত কর” এবং “বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই”। এরপর, একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর নাজমুর নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর লাইলী আক্তার, বৈষম্য ছাত্র প্রতিনিধি সাগর হোসেন, এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাবেয়া আক্তার। বক্তারা বলেন, “ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, যা আমাদের সমাজের জন্য এক ভয়াবহ সংকেত।”
বক্তারা সরকারের কাছে দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।
তারা আরও বলেন, “বর্তমান আইনে ধর্ষণের শাস্তি থাকলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেক অপরাধী শাস্তির মুখ দেখেন না।”
দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এসব অপরাধীদের দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।