চট্টগ্রামের বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে ১৯ নম্বর ওয়ার্ডের চাক্তাই ডাইভার্শন খাল (বীরজাখাল-বৌবাজার) পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (১০ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, "চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনই এখন আমার প্রধান লক্ষ্য, বিশেষ করে নিচু এলাকাগুলোতে। বীরজাখাল এখন খালের চেয়ে বেশি ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনার স্তূপে এর অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। বর্ষায় এই এলাকায় কোমর থেকে গলা পর্যন্ত পানি জমে যায়। তাই দ্রুততম সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
মেয়র বলেন, "খালের জায়গা দখল হয়ে গেছে, এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে যদি খালের ওপর কোনো অবৈধ স্থাপনা থাকে, তাহলে তা উচ্ছেদ করা হবে। জলাবদ্ধতা নিরসনে কোনো ছাড় দেওয়া হবে না।"
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মেয়র পরিচ্ছন্ন কর্মকর্তাদের নির্দেশ দেন, "প্রতিদিন এখানে সিটি কর্পোরেশনের ময়লা অপসারণের গাড়ি আসতে হবে। জনগণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহ কার্যক্রম চালু করা হবে।"
মেয়র বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিক ও পলিথিন যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে এ উদ্যোগকে সফল করতে হবে।"
অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।