ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

প্রেম প্রত্যাখ্যান

চাঁদপুরে অস্ত্রের মুখে মাদরাসাছাত্রী অপহরণ

চাঁদপুরে অস্ত্রের মুখে মাদরাসাছাত্রী অপহরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় অস্ত্রের মুখে এক মাদরাসাছাত্রীকে (১৪) অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ মার্চ) উপজেলার কাঁশারা গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহরণের শিকার ছাত্রী ওই এলাকায় স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সাব্বির নামের এক কিশোর তাকে মাদরাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত সাব্বিরের কয়েকজন বন্ধু। প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ওই ছাত্রী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে গিয়ে অবস্থান নেন।

ঘটনার রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়, ওই সুযোগে সাব্বিরসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে ছাত্রীর মামার বাড়িতে হামলা করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন ছাত্রীর পরিবার।

এই ঘটনায় ছাত্রীর নানা শহীদ উল্যাহ বলেন, বিশাল বিশাল রামদা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বির ও তার সহযোগী ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে আমার নাতনিকে অপহরণ করে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

অস্ত্রের মুখে,মাদরাসাছাত্রী,অপহরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত