ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টঙ্গীবাড়ীতে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন 

টঙ্গীবাড়ীতে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার ১১টা সময় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সামনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ ও ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান,মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাব্বির হোসেন, হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা সদস্য মো. ইব্রাহিম আহমেদ,শিক্ষার্থী মো. জান্নাতুন নাঈম,মো. রাহাত, মো. ফয়সাল,টঙ্গীবাড়ী সেচ্ছায় রক্ত দান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আরেফিন, বর্তমান সভাপতি শাহীন শেখ, জাতীয়তাবাদী ছাত্রদল, জামায়াতে ইসলামীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও উপজেলার সর্বস্তর থেকে আগত জনসাধারণ।

এসময় মানববন্ধন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব মো. জাহিদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাব্বির হোসেন ও হেফাজতে ইসলাম নেতা মো. জান্নাতুন নাঈম এর নেতৃত্বে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৮ দফা দাবির একটি স্মারক লিপি জমা দেওয়া হয়।

ধর্ষক,প্রকাশ্যে শাস্তি,দ্রুত বিচার,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত