রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ পিস ইয়াবা ও ৫ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকারসহ সজল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সজল ঝিনাইদহের বিষয়খালী খন্দকারপাড়ার আওয়ালের ছেলে।
মঙ্গলবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১০ মার্চ (সোমবার) গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সোহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার খোকনের চায়ের দোকানের সামনে, ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে সজলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, সুমি জুয়েলার্স লেখা ব্যাগে রাখা বিভিন্ন স্বর্ণালংকার যেমন, ৬টি আংটি, ১৮টি দুল, ৩টি লকেট, ১টি ব্রেসলেট, ১টি পায়েল, ১টি কানটানা, ৫টি পাথরের নাকফুল, ১৪টি নাকফুল, ২টি মৌ নাকফুল ও ২টি নথসহ মোট ৫ ভরি ৪ আনা ৫ রতি ওজনের স্বর্ণ, ৭ আনা ৪.৭ রতি ওজনের রুপার আংটি, নগদ ৮ হাজার টাকা, রেজিস্ট্রেশনবিহীন এপাসি আরটিআর ব্লু-কালার মোটরসাইকেল ও পুরাতন ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও চুরিসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।