ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কলেজ শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কলেজ শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আশুলিয়ার আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের এক শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে কলেজে ঢুকে ওই শিক্ষককে কলেজ থেকে বের করে দেয় তারা।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, কলেজের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও ভূগোলের অধ্যাপক শাহ আলম স্যার তাদের ফরম ফিলাপ করতে দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে তাদেরকে একাধিক বিষয়ে ফেল করানো হয়েছে। কিন্তু যারা তার কাছে প্রাইভেট পড়েছে তারা ২/৩ বিষয়ে অকৃতকার্য হলেও তাদের ফরম ফিলাপ করতে দিচ্ছে। এছাড়া প্রত্যেক বিষয়ে এক হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করেছে যা তারা দিতে পারবে না।

তারা অভিযোগ করে আরো জানায়, উনি আমাদের অবিভাবকদের কলেজে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। কিন্তু কোন কিছু বলে না। গতকালও (মঙ্গলবার) অবিভাবকদের ডেকে এনে দুপুর ১টা পর্যন্ত বসিয়ে রেখেছেন কিন্তু কোনো কথা বলেনি। তাই ওনাকে এই কলেজ থেকে বহিষ্কার এবং আমরা যারা অকৃতকার্য হয়েছি তাদের সবাইকে ফরম ফিলাপ করিয়ে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিতে হবে।

পরে শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের ভেতরে ঢুকে। একপর্যায়ে অধ্যাপক শাহ আলমকে কলেজ থেকে বের করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ব্যাপারে আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের ভূগোলের অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি শাহ আলম জানান, কি জন্য তারা এরকম করছে তা জানা নেই। তবে ফরম ফিলাপ কিংবা টাকা কমানো এতে আমার কিছু করার নেই। এটা সম্পূর্ণ কমিটির ব্যাপার।

তবে এ ব্যাপারে আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খানের বক্তব্য নিতে মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বহিষ্কার,দাবি,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত