জাতীয় পরিচয়পত্রকে প্রস্তাবিত সিভিল রেজিস্ট্রেশন অথরিটির কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমানসহ জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এছাড়াও জেলার ৬ উপজেলাতেও একই দাবিতে অনুরুপ কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রকে সৃষ্টি থেকে অতি যত্নে তিলে তিলে পরিণত করে তুলেছে। আজ হঠাৎ করে কেউ এসে জাতীয় পরিচয়পত্রকে বিমাতার হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে মা শিশুকে লালন-পালন করে পরিণত করল, ওই সন্তান যদি হঠাৎ করে অন্যের অভিভাকত্বে চলে যায় তাহলে সে কতটুকু ভালোবাসা পাবে? তাই আমাদের দাবি, আমাদের হাতে বড় করা সন্তান আমাদের অভিভাকত্বেই থাকুক।