দিনাজপুরে বাংলার নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সকালে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কার্যক্রম শুরু হয়।
সোমবার সকাল ৯টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাতী অনুষ্ঠানের পরেই পহেলা বৈশাখ উদযাপনে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্র্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
দিনাজপুর গোর-এ শহিদ বড় ময়দান বড় মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সাতদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন সকল দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে সকলকে বাংলার নর্ববর্ষ পহেলা বৈশাখ কে স্বরণ করতে হবে। এই মেলায় সাত দিন ব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠান চলবে।
দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক সহ আরো অনেকে।
এসয়ম উপস্থিত ছিলেন জেলার সকল কর্মকর্তা, আলোকিত বাংলাদেশ ও দি এশিয়ান এজ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।