পরীক্ষা চলাকালে সহপাঠীদের খাতা না দেখানোর জেরে মারধরের আট দিন পর এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনের (১৬) মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইমন এনায়েতপুর থানা এলাকার আটারদাগ গ্রামের এমদাদুল মোল্লার ছেলে এবং স্থানীয় হাইস্কুলের চলমান এসএসসি পরীক্ষার্থী।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ইমন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে সহপাঠীদের খাতা না দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরই জের ধরে গত ১৮ এপ্রিল বিকেলে বেলকুচির দৌলতপুর এলাকায় সহপাঠীরা তাকে বেদম মারপিট করে। মাথায় গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় এবং চিকিৎসা নিয়ে তিনি বুধবার গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার গভীর রাতে মাথার ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে ভোররাতে হাসপাতালে নেয়ার পথে ইমন মারা যান। পুলিশ ওইদিন বিকেলে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ইমনকে মারপিটের ঘটনাটি পার্শ্ববর্তী থানা বেলকুচি এলাকায় ঘটেছে। এজন্য বেলকুচি থানায় মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।