পাবনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গণ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা মো: এনায়েত কবির সরকারের নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এনায়েত কবির সরকারের সভাপতিত্বে কোর্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো: মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গির আলম, জেলা যুগ্ম ও দায়রা জজ নাজমুল হোসেন ও তাজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সরকার, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পিপি গোলাম সরোয়ার খান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবীরা, সাংবাদিক ও এনজিও কর্মীগণ অংশগ্রহণ করেন।