ঈশ্বরদী সুমিষ্ট ও রসালো লিচুর জন্য বিখ্যাত।বেশি লাভের আশায় অপরিপক্ব লিচু বিক্রি হতে দেখা মিলল ঈশ্বরদী রেলওয়ে গেটে ঘটু নামের এক ফল বিক্রেতার দোকানে। লিচুর রাজধানী বলে খ্যাত পাবনার ঈশ্বরদীতে মধু মাসের রসালো ফল লিচু মধু মাসের আগেই বৈশাখ মাসেই অপরিপক্ব লিচু বিক্রি হচ্ছে । টানা তীব্র দাবদাহে লিচু ঝরে যাচ্ছে, তাই একপ্রকার বাধ্য হয়েও পরিপক্ব হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছেন কোন কোন বাগান মালিক।
ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। তবে অপরিপক্ব লিচু না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকগণ। আর কৃষি বিভাগ বলছে লিচুর গুণগতমান ঠিক রাখার জন্য আরো কমপক্ষে ১০ দিন পর আটির লিচু সংগ্রহ করতে হবে। উল্লেখ্য,এমনিতেই এবার লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীতে এবার লিচু নেই।ফলন বিপর্যয়ের আশঙ্কায় ঈশ্বরদীর লিচু চাষি-ব্যবসায়ীরা। উপজেলার জয়নগর সাহাপুর, বক্তারপুর, রুপপুর,ছলিমপুর, আওতা পাড়া,বাঁশেরবাদাসহ বেশ কয়েকটি লিচুবাগান ঘুরে দেখা গেছে অধিকাংশ গাছেই গুটি নাই। যেসব গাছে গুটি আছে তাও অত্যন্ত নগণ্য। আগে একটি লিচুর থোকায় ৪০-৫০ টি লিচু থাকলেও এবার আছে মাত্র পাঁচ সাতটি। এবার মুকুল আসার সময় এই এলাকার অধিকাংশ গাছে মুকুল না এসে বের হয়েছে কচি পাতা।
রবিবার( ৪ মে ) বিকেলে উপজেলার জয়নগর কারিগর পাড়া গ্রামের ৬২ বছর বয়সী শামসুল আলম আক্ষেপ করে বলেন, লিচু ফলনে এমন বিপর্যয় তিনি আগে কখনো দেখেননি। তিনি জানান, তার ১১০ টি লিচু গাছ আছে। গত বছর তিনি এই লিচু বাগান ৭ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন কিন্তু এবার মুকুল বা গুটি না আসায় একটি টাকাও বিক্রি করতে পারেননি।
কৃষি বিভাগের তথ্যমতে, ঈশ্বরদীতে এবারে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এ সব বাগানে, দেশী আঁটি লিচু (মোজাফ্ফর) বোম্বাই, চিলি বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু উৎপাদন হয়ে থাকে। এখানকার লিচু রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের প্রায় সকল জেলায় পাঠানো হয়।
কৃষিবিদরা জানান, জলবায়ু পরিবর্তন, বৈরী আবহাওয়া ও পরাগায়নে জটিলতার কারণে এবার লিচুর মুকুল বা গুটি কম হতে পারে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, লিচুর গুণগত মান ধরে রাখার জন্য কমপক্ষে আরও ১০ দিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। অপরিপক্ব লিচু খেলে ভোক্তারা লিচুর পুষ্টিমান পাবে না। লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হবে। এমনকি লিচুর যে ওজন হওয়ার কথা তাও হবে না।