সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বটতলা মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ভিক্ষুকের (৫৫) মৃত্যু হয়েছে।
তবে এখনও ওই হতভাগ্য ভিক্ষুকের পরিচয় পাওয়া যায়নি। জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত ভিক্ষুক দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিল। সে ওই রেল স্টেশন এলাকায় পরিচিত মুখ হলেও তার নাম ও ঠিকানা কেউ বলতে পারে না।
রোববার সন্ধ্যা রাতে সে উল্লিখিত স্থানে ঘোরাফেরা করছিল। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে তার লাশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।