পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত রুবেল হোসেনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
রুবেল হোসেন ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেনের ছেলে।
অভিযানে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।