ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে বজ্রপাতে একই কৃষকের দুটি গরু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় স্থানীয় মো. আলাউদ্দিন মাঝির গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গরু দুটি। আকস্মিক বজ্রপাতে সেগুলোর মৃত্যুতে ভেঙে পড়েছেন আলাউদ্দিন ও তার পরিবার। গরু দুটির পাশে আহাজারি করতে দেখা গেছে পরিবারের সদস্যদের।
আলাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, সকালে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত ঘটে গোয়াল ঘরের পাশে। এতে একটি গাই গরু ও একটি বাছুর ঘটনাস্থলেই মারা যায়। তাদের দাবি, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “একই কৃষকের দুটি গরু বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। এটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।”