ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বজ্রপাতে গরুর মৃত্যুতে কৃষকের আহাজারি

বজ্রপাতে গরুর মৃত্যুতে কৃষকের আহাজারি

ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে বজ্রপাতে একই কৃষকের দুটি গরু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় স্থানীয় মো. আলাউদ্দিন মাঝির গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গরু দুটি। আকস্মিক বজ্রপাতে সেগুলোর মৃত্যুতে ভেঙে পড়েছেন আলাউদ্দিন ও তার পরিবার। গরু দুটির পাশে আহাজারি করতে দেখা গেছে পরিবারের সদস্যদের।

আলাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, সকালে ঝড়ো হাওয়া ও কালবৈশাখী শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত ঘটে গোয়াল ঘরের পাশে। এতে একটি গাই গরু ও একটি বাছুর ঘটনাস্থলেই মারা যায়। তাদের দাবি, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “একই কৃষকের দুটি গরু বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। এটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।”

বজ্রপাত,আহাজারি,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত