বৃষ্টিকে উপেক্ষা করে রংপুরের আলু চাষিদের খোঁজ নিতে এবং মাঠপর্যায়ে বাস্তবায়িত প্রকল্পের কার্যকারিতা সরেজমিনে দেখতে আলুর মডেল ঘর পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন’ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।
সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে রংপুর মহানগরীর ছিলিমপুর, দুর্গাপুর এলাকায় অবস্থিত আলুর মডেল ঘর পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করে কার্যকর পরামর্শও প্রদান করেন।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর অঞ্চলের সিনিয়র কৃষি কর্মকর্তা শাকিল আকতার, মাঠ ও বাজার পরিদর্শক শাহজালাল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে এবং খামারবাড়ি, রংপুরের তত্ত্বাবধানে রংপুর জেলার আলু চাষিদের উৎপাদিত পণ্যের সুষ্ঠু মূল্য নিশ্চিত, সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়।
প্রকল্পের আওতায় নির্মিত মডেল আলুর ঘরটি দেশীয় প্রযুক্তির মাধ্যমে বাঁশ, কাঠ, টিন, আরসিসি পিলার, আরএফএল নেট ও ককশিট ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ৪ মাস পর্যন্ত আলু ভালো অবস্থায় সংরক্ষণ করা সম্ভব। এই মডেল ঘর চাষিদের জন্য একটি টেকসই ও স্বল্পব্যয়ে আলু সংরক্ষণের কার্যকর উপায় হিসেবে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।