ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ৬৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ মো. রুহুল আমীন (৬৮) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. রুহুল আমীন সাতক্ষীরার আলীপুর এলাকার মৃত হানিফ মুন্সির ছেলে।
এর আগে, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকার তেতুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা ভোর সাড়ে ৫ টায় ভোমরা সীমান্ত এলাকার তেতুলতলা নামক স্থানে এক ইজিবাইক তল্লাশি করে চালক মো. রুহুল আমীনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তার কোমরে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৮৫ গ্রাম ৬০০ মিলিগ্রাম। আর আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা।
তিনি আরও জানান, আটক মো. রুহুল আমীনকে সাতক্ষীরা থানায় সোপর্দ ও স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।