ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

রংপুরে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

“The Future of Peacekeeping” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়।

পরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব দেশের শহীদ শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বলেন, “গত চার দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশে ৬৩টি জাতিসংঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছে। বর্তমানে ১০টি দেশে বাংলাদেশের ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ৪৪৪ জন নারী।”

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা।

জাতিসংঘ,শান্তিরক্ষী,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত