ঢাকা রোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যশোরের পাচঁভুলোট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ২

যশোরের পাচঁভুলোট সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ২

যশোরের শার্শা পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইন এমএম পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত আটটা বিশ মিনিটের সময় বিজিবি অভিযানে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

আটক আসামীরা হলেন- শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র টহল দল পাঁচভূলট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নীচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ১টি ম্যাগাজিনসহ সর্বমোট ২টি পিস্তল ও ২টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত,অস্ত্র,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত