সিরাজগঞ্জের যমুনা নদীতে ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‘নদী ভাঙন ঠেকাও, ছোনগাছা ইউনিয়ন বাঁচাও’ এ স্লোগানে শনিবার সকালে ভাটপিয়ারী গ্রামে যমুনা নদীপাড়ে এ মানববন্ধন হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এনামুল, স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, মাওলানা মোখলেছুর রহমান মুকুল, শিক্ষক বাদশা আলম, নাসিম রেজা, শামীম রেজা, হোসাইন আহম্মেদ সোহাগ, শহিদুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ১৯৯৬ সালের আগে ভাঙ্গনরোধে ৪টি বাঁধ নির্মাণ করা হয়েছিল।
যমুনা নদীতে তা বিলীন হয়ে গেছে। পরবর্তীতে পতিত সরকারের আমলে কোনো কার্যক্রম নেয়া হয়নি। এরই মধ্যে ২ হাজার মিটার পর্যন্ত এলাকার কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সময়ে গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হয়। এ ভাঙ্গন ঠেকাতে ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরি, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া, পাঁচিল ও দৌলতপুর গ্রামের মাঝ দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে। এ বাঁধ নির্মানের উদ্যোগ না নিলে নদী গর্ভে কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং দ্রæত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।