ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে দোকান ঘর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে দোকান ঘর থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী পৌর শহরের মাছ বাজার এলাকায় দোকানঘরের ভেতর থেকে হেরোইনসহ অসিত কুমার দাস (৫৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত অসিত কুমার দাস রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার মৃত মনিন্দ্রনাথ দাসের ছেলে।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাছ বাজার সংলগ্ন ‘মা স্টোর’ নামের দোকান ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানের ভেতর থেকে একটি পলিথিনের প্যাকেটে রাখা ১৪০টি হেরোইনের পুরিয়া (মোট ওজন ১৪০ গ্রাম) উদ্ধার ও জব্দ করা হয়।

এ ব্যাপারে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, "গ্রেপ্তারকৃত অসিত কুমার দাসের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"

মাদকদ্রব্য,হেরোইন,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত