কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী মো. ইসমাইল (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে। শনিবার টেকনাফ পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ৬টি হত্যা, ডাকাতি মামলা ও অপহরণ চক্রের মূলহোতা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে ইসমাইল আত্নগোপনে ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি প্রস্তুতি, অপহরণসহ ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে ৫ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।