ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘এনবিআর আগে ব্যবসায়ীদের জ্বালিয়েছে, এখন পুরো জাতিকে জ্বালাবে’

‘এনবিআর আগে ব্যবসায়ীদের জ্বালিয়েছে, এখন পুরো জাতিকে জ্বালাবে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, তারা সারাজীবন আমাদের জ্বালিয়েছে, এখন সরকার ও পুরা জাতিকে জ্বালাবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে শওকত আজিজ রাসেল বলেন, প্রকৃতপক্ষে আমরা এনবিআর ও কাস্টমসের সঙ্গে সম্পর্ক রেখে ব্যবসা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো আমরা তাদের কাছে জিম্মি।

এনবিআরের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আজ যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা ক্ষমতার কন্ট্রোল নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা-পয়সার বণ্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। তারা সারাজীবন আমাদের জ্বালাইছে, এখন পুরা জাতিকে জ্বালাবে।

তিনি বলেন, আমরা সবাই সক্রিয় হই। তারাও আমাদের একটু সুনজরে দেখুক। আন্দোলন বন্ধ করুক, এটাই আমরা আশা করি।

আবা/এসআর/২৫

এনবিআর,ব্যবসায়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত