ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে”—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদ্‌যাপন করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

রোববার (১ জুন) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, “দুধ শুধু উন্নতমানের খাদ্য নয়, এটি অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম চাবিকাঠি। এই দিবসের মাধ্যমে মানুষকে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের প্রতি উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মাহাফুজা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং খামারিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটিকে ঘিরে সরকারি শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ কর্মসূচিও পালন করা হয়।

বিশ্ব,দুগ্ধ,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত