রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।
শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার পুইজোর বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, জাকির হোসেনের মাথায় গভীর জখম হয়েছে এবং তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহতের স্ত্রী রুকাইয়া বেগম বলেন, “প্রতিদিনের মতো শনিবার রাতেও আমার স্বামী বাজারে গিয়েছিলেন। সেসময় হঠাৎ করে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে নির্মমভাবে কুপিয়ে এবং পিটিয়ে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
তিনি আরও জানান, “হামলায় তার মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে, এক হাত ভেঙে গেছে, পায়ে গুরুতর আঘাত রয়েছে। কয়েকদিন আগে একটি ছাগল নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।”
এ বিষয়ে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাজুড়ে এ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।