পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শেরপুর জেলা থেকে এবার সৌদি আরবে গমন করেছেন ৯৫২ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২২ জন এবং বাকি ৯৩০ জন গিয়েছ্নে বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে।
জেলা প্রশাসনের তথ্যমতে, ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের উদ্যোগে মোট ৬৩৪ জন হজযাত্রীকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের উপস্থিতিতে ১৬ ও ১৭ এপ্রিল এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শেরপুর উপপরিচালক এস. এম. মোহাইমোনুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব, হাব-এর প্রতিনিধি মো. ইয়াসিন খান শফিক, চকপাঠক বায়তুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মো. খলিলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।
হজযাত্রীরা “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে উজ্জীবিত হয়ে হজ পালনে রওনা দেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে তাদের হজযাত্রা শুভ ও সার্থক হোক—এ কামনা করেছেন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তারা।