কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে বসতঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমকে আটক করা হয়।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক নুরুল আলম ওই এলাকার আব্দুল বাচ্চুর ছেলে।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি দেশীয় অস্ত্রের তৈরিকৃত কাঠের বাটসহ বডি, ৩৬টি দেশীয় অস্ত্র তৈরির ব্যারেল, ৫টি গুলির খালি খোসা, দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি ওয়েল্ডিং মেশিন এবং ৪টি অস্ত্র তৈরির বাটের সরঞ্জাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগরকে আটক করা হয়েছে।
ওসি শফিকুল জানান, নুরুল আলম দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিলেন। এর আগেও একবার র্যাব তাকে আটক করেছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।