ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলার উজিয়ালখান নিবাসী আতিয়ার রহমান এর পুত্র ব্যবসায়ী মহিদুল ইসলাম (৫৫) নিহত হয়েছে।

নিহতের ছোট বোন শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার ৫ জুন দুপুরের পর তার ভাই মহিদুল উত্তর বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ীতে গিয়ে ছাগলের জন্য বাঁশ দিয়ে লতাপাতা কাটতে গেলে ভিজা বাশ দিয়ে কাটার এক পর্যায়ে বাশটি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাকে গুরুতর অবস্থায় তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল ইসলাম মৃত্যু ঘোষনা করেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মইদুলের স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে ।

কাউখালী,বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত