ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সমাজসেবায় পাঁচ বছর পার করল ভিলেজ ফাউন্ডেশন

সমাজসেবায় পাঁচ বছর পার করল ভিলেজ ফাউন্ডেশন

সমাজসেবামূলক সংগঠন ভিলেজ ফাউন্ডেশন তাদের প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে কোরবানির মাংস বিতরণ ও গাছের চারা রোপণের কর্মসূচি পালন করেছে। ঈদের দিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২০০টির বেশি পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করে সংগঠনটি।

২০২১ সালের ৫ জুন প্রতিষ্ঠিত ভিলেজ ফাউন্ডেশন বিগত পাঁচ বছরে সমাজ উন্নয়নের নানা খাতে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী ও মানবিক।

সংগঠনের একজন স্বেচ্ছাসেবক বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। আমরা সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নিয়েছি।”

পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে সংগঠনটি স্কুল, মাদ্রাসা, রাস্তা ও গ্রামীণ জনপদে গাছ লাগানোর কর্মসূচি পরিচালনা করেছে। সংগঠনের পরিবেশবিষয়ক সম্পাদক বলেন, “সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের কাজ।”

ভিলেজ ফাউন্ডেশনের পাঁচ বছরের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, রক্তসেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম।

সংগঠনের সভাপতি জানান, “আমরা কেবল সহযোগিতা নয়, আত্মনির্ভরশীল সমাজ গড়ার দিকেও কাজ করছি। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে কাজ করার পরিকল্পনাও রয়েছে।”

সমাজসেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত