ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাগরে লঘুচাপ, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির পূর্বাভাস থাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়, উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আজ ভোর ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরেকটি বর্ধিতাংশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল (বৃহস্পতিবার) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।

এদিকে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) দুপুরে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় অধিদফতর।

লঘুচাপ,বঙ্গোপসাগর,বৃষ্টি,আবহাওয়া,পূর্বাভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত