ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মর্জিনা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-১১।

বুধবার (১৮ জুন) বিকেল ও রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) এবং একই ইউনিয়নের দেবকালা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রবাসী ছেলে কামাল তার মায়ের জন্য এক বন্ধুর মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান। টাকা নিয়ে সেই বন্ধু বৃদ্ধার বাড়িতে গেলে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। পরে ঘরে মর্জিনা আক্তারের মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখা যায়—চোখ, নাক, মুখ গামছা দিয়ে বাঁধা এবং গলায় পেঁচানো ছিল বিছানার চাদর।

ঘটনার পর সৌদি আরব থেকে ছেলে দেশে ফিরে মায়ের দাফন সম্পন্ন করেন। পরে আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

বৃদ্ধা,শ্বাসরোধ,হত্যা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত