সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ‘দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশীয় ফল সুস্বাদু ফল এবং পুষ্টির চাহিদা প‚রণেও গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। এ ফল মেলার মাধ্যমে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে এবং ফল বিক্রির জন্য কৃষকদের এটি একটি বড় সুযোগ।
এ মেলায় ১০টিরও বেশি স্টলে কাঁঠাল,আম, পেয়ারা, জাম, তেঁতুল, লিচু, বেল, ডালিম, লটকনা, তালসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। মেলাতে বিভিন ফলের চারাও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহ প্রদানম‚লক সভা এবং চারা বিতরণ কার্যক্রম। ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। এদিকে জেলার সবকয়টি উপজেলায় এ জাতীয় ফল মেলা শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ মেলার আয়োজন করেছে। ইতিমধ্যেই মেলায় ফলপ্রেমিরা আসতে শুরু করেছে বলে জানা গেছে।