সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নূর ইসলাম (২৪) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। নিহত নূর ইসলাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী গ্রামের মনি প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবক নূর ইসলাম বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কামারখন্দ থেকে যাত্রী নিয়ে উল্লিখিত বাজারে যাচ্ছিল। এসময় সম্ভবত যাত্রীবেশি দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে এবং তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা কামারখন্দ-বলরামপুর সড়কের উল্লিখিত স্থানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ নির্মম ঘটনা তদন্তে ডিবি পুলিশ মাঠে নেমেছে। তবে এ ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।