ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রবীন্দ্র কাছারিবাড়িতে দম্পত্তির ওপর হামলা, আদালতে মামলা

রবীন্দ্র কাছারিবাড়িতে দম্পত্তির ওপর হামলা, আদালতে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী দম্পতির ওপর হামলা মারধর ও শ্লীলতাহানির ঘটনার ১১দিন পর কাস্টোডিয়ানসহ ১০ কর্মচারীর বিরুদ্ধে এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ওই এলাকার শাহনেওয়াজের স্ত্রী বাদী হয়ে শাহজাদপুর আমলি আদালতে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত এ মামলা তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ জুন বাদী ও তার স্বামীসহ ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যান এবং সেখানে প্রবেশের সময় টিকিটের টাকা নিলেও টোকেন দেয়নি। বের হওয়ার সময় টোকেন দেখাতে বললে বাদী জানান তাকে কোনো টোকেন দেয়া হয়নি। এ নিয়ে আসামিরা তাকে গালিগালাজ শুরু করে এবং কাছারিবাড়িতে আটকে রেখে কাস্টোডিয়ানের নির্দেশে শাহনেওয়াজকে মারধর করা হয়। এজাহারে আরো বলা হয়েছে, ওই সময় বাদীকে শ্লীলতাহানি ও গলার চেইন ছিনিয়ে নেয়া হয় এবং তার স্বামী শাহনেওয়াজকে একটি কক্ষে আটকে রেখে আবারো মারধর ও মোবাইল ফোন ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছিল এবং প্রতিকার না পেয়ে স্ত্রী সুইটি বাদী হয়ে কাস্টোডিয়ানসহ ১০ কর্মচারীর বিরুদ্ধে আদালতে এ মামলা দায়ের করা হয়। এর আগে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়াম ভাঙচুর ওস্টাফদের মারধর করা হয়।

এ ঘটনার পর কর্তৃপক্ষ কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করলেও ২ দিন পর খুলে দেয়া হয়। এ ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

রবীন্দ্র কাছারিবাড়ি,হামলা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত