কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।
স্বজনরা জানায়, তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। এর পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগে তাঁর ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছসহ অনেকে। এসময় গুরুতর আহত হয় হাবিবুল্লাহ।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।