পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-ঈশ্বরদী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাতিবিল তিনকোনা এলাকায় ট্রেনের এক্সেল বক্স ভেঙে চাকা লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আসছিল তেলবাহী ট্রেন। পথে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাতিবিল এলাকায় ট্রেনের এক্সেল বক্স ভেঙে যায়। এতে লাইনচ্যুত হয় ট্রেনটি।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মন্ডল জানান, তেলবাহী ট্রেন উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।