সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৮)। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- ওই মহল্লার সেলিম (৪২) ও তার ভাই বাদল (৩৯), নজরুল (৩৬) ও সাইদুল ইসলাম খান (৪৩)। এদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন।
আদালতের পেশকার আব্দুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাদ দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ৩ অক্টোবর সকালে রানীগ্রাম মহল্লার বাসিন্দা গোলাম মোস্তফা ফজরের নামাজ পড়ার পর হাঁটাহাঁটি করেন। এরপর তিনি রানীগ্রাম পশ্চিমপাড়া বাজারের একটি চায়ের স্টলে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী শিখা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।